যমুনা ব্যাংকের বোরহানউদ্দিন ৩৮ তম উপশাখা উদ্বোধন।
মোঃ নুর নবী,বোরহানউদ্দিন প্রতিনিধিঃ
যুগোপযুগী আধুনিক ব্যাংকিং সেবার প্রত্যয় নিয়ে যমুনা ব্যাংক লিমিটেডের বোরহানউদ্দিন উপজেলার উপশাখা উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক নির্বাহী কমিটি ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ।
উপস্থিত ছিলেন, মনজুরুল আহসান শাহ,সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, মেহেদী হাসান,সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ফারুকুর রহমান, সিনিয়র এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, ইন্জিনিয়ার মোর্শেদ হোসেন, সিনিয়র এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর রহমান, বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনির হোসেন মিয়া। বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ও পৌর মেয়র রফিকুল ইসলাম
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের নিকটস্থ শাখা সমুহের শাখা ব্যবস্থাপকরা, প্রধান কার্যালয়ের কর্মকর্তারা, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ।
প্রধান অতিথির বক্তব্যে জনাব নূর মোহাম্মদ বলেন, এক মাসের মধ্যে যমুনা ব্যাংক সর্বোচ্চ গ্রাহক সুবিধা দিয়ে অত্র এলাকার গ্রাহকদের সন্তুষ্টি অর্জনে সক্ষম হবে এবং ব্যাংকের প্রতিটি শাখায় ইসলামিক উইং আছে যে কেউ ইচ্ছা করলে ইসলামি শরিয়ার ভিত্তিতে লেনদেন করতে পারবেন, আমরা সব সেক্টরে লোন দেই, এমন কোন যায়গা নেই যেখানে আমরা লোন দেইনা, সারে দশ লক্ষ গ্রাহক আমাদের ব্যাংকে রয়েছেন।
পদ্না সেতুতে আমরা ৬০০ কোটি টাকা লোন দিয়েছি,
আপনার আমাদের পাশে থাকবেন, আমাদের লোন গ্রহণ করবেন। আমরা আপনাদের সহজ সত্রে লোন দিবো।উপকূলিয় এলাকার জেলেদের জন্য স্কিম চালু করবো ইনশাআল্লাহ, এতে তারা যেন নৌকা ও জাল কিনার জন্য সহজ ভাবে লোন নিতে পারে।