meherpurbarta
১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৯:০৮ মিনিট
  1. anonymous
  2. general
  3. other
  4. uncategorized
  5. Главная
  6. অর্থনীতি
  7. আইন আদালত
  8. আন্তর্জাতিক
  9. এক্সক্লুসিভ
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. গনমাধ্যম
  13. ছোটদের পোস্ট
  14. জবস
  15. জাতীয়

গাংনীতে জমি দখল কে কেন্দ্র করে সংঘর্ষে ১০ জন আহত

প্রতিবেদক
meherpurbarta com
সেপ্টেম্বর ২২, ২০২২ ১২:৩৬ অপরাহ্ণ

মেহেরপুর, প্রতিনিধিঃ

মেহেরপুরের গাংনী উপজেলার কল্যাণপুর গ্রামে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতরা হলেন-কল্যাণপুর গ্রামের উমর আলী (৫০),আবুল হোসেন (৬০) ও মোশাররফ হোসেন (৫৫)।

অন্যপক্ষের আহতরা হলেন-এনামুল হক (৩২), বিল্লাল হােসেন (৫৬), আব্দুল হান্নান (৫২) ও মোহন আলী (২৫)।

বৃহস্পতিবার দুপুরে কল্যাণপুর গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কল্যাণপুর গ্রামের কলিম উদ্দীন ও হারুনর রশীদের ছেলে বিল্লাল হােসেনের মধ্যে ২৫ শতক শরিকানা জমি নিয়ে বিরোধ চলছিল। জমিটি হারুন রশীদের ছেলে বিল্লালের দখলে রয়েছে। বৃহষ্পতিবার ওই জমি বিল্লালসহ তার লােকজন বেড়া দিয়ে ঘিরতে গেলে, কলিম উদ্দীনের লােকজন ওই জমি তাদের দাবি করে বাঁধা প্রদান করেন। এনিয়ে দুপক্ষের লােকজনের মধ্যে প্রথমে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০জন আহত হয়।
গুরুতর আহত ৭জনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বাকী আহত ৩জনকে প্রাথমিক ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। তবে আবুল হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশের একটিদল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে।

সর্বশেষ সংবাদ - সারাদেশ

নিউজ বিনা অনুমতিতে- কপি করা নিষেধ। Design & Development By HosterCube