বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: “নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধন করব, শুদ্ধ তথ্য ভান্ডার গড়ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত রেহানা’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মোঃ আমিনুল ইসলাম। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা রেজা মোঃ আসাদুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সারোয়ার মুর্শিদ আহমেদ, উপজেলা তথ্য ও প্রযুক্তি দপ্তরের সহকারী প্রোগামার আফসানা হক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা শিশুর জন্ম নিবন্ধন সহ বিভিন্ন বিষয়ে সমস্যা, অসুবিধা ও সমাধান তুলে ধরেন। এ সময় জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পর্কিত বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।