meherpurbarta
৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, এখন সময় বিকাল ৩:২৪ মিনিট
  1. anonymous
  2. general
  3. other
  4. uncategorized
  5. Главная
  6. অর্থনীতি
  7. আইন আদালত
  8. আন্তর্জাতিক
  9. এক্সক্লুসিভ
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. গনমাধ্যম
  13. ছোটদের পোস্ট
  14. জবস
  15. জাতীয়

নবাবগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় হারানো বাবাকে ফিরে পেলেন সন্তান

প্রতিবেদক
meherpurbarta com
অক্টোবর ১২, ২০২২ ২:০২ অপরাহ্ণ

আর কে ওসমান আলী, নবাবগঞ্জ, ( দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরে নবাবগঞ্জে থানা পুলিশের সহযোগিতায় হারানো বাবাকে ৩ মাস পর ফিরে পেলেন এক যুবক।

গত রবিবার (৯ অক্টোবর) উপজেলার ভোটার পাড়া এলাকায় একজন ষাটোর্ধ্ব ব্যক্তিকে অসুস্থ অবস্থায় এলাকাবাসী উদ্ধার করে। উদ্ধার কৃত ব্যক্তি তার নাম ঠিকানা বলতে না পারায়, ভোটার পাড়া এলাকার মোঃ বুলু মিয়া নবাবগঞ্জ থানা পুলিশকে বিষয়টি অবগত করলে নবাবগঞ্জ থানা পুলিশ ষাটোর্ধ্ব ওই ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

থানায় এনে চিকিৎসা সহ ওই বৃদ্ধের পরিচয় বের করেন পুলিশ , উদ্ধারকৃত ব্যাক্তি কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার নাওশালা গ্রামের মৃত কসশেম আলীর ছেলে মোঃ আব্দুর রশিদ (৬৫)। বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ।

পুলিশ জানায়, পরিচয় পাওয়ার পরে নবাবগঞ্জ থানা পুলিশ আব্দুর রশিদের পরিবারের লোকজনের সাথে যোগাযোগ করলে। তার পরিবারের পুলিশকে জানায় , আব্দুর রশিদ জুলাই মাসের ১৫ তারিখ তার ছোট ছেলে মোঃ শাহিন(২৫) এর বর্তমান ঠিকানা গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নস্থ আদর্শ তল্লাপাড়া থেকে নিখোঁজ হন।

থানা পুলিশ আরও জানান, বুধবার (১২ অক্টোবর ) আব্দুর রশিদকে তার ছেলে নবাবগঞ্জ থানায় উপস্থিত হয়ে চিনতে পারায়
আব্দুর রশিদকে তার আত্মীয় স্বজনের উপস্থিতিতে তার ছেলে মোঃ শাহিনের জিম্মায় প্রদান করা হয়।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ সংবাদ - সারাদেশ

নিউজ বিনা অনুমতিতে- কপি করা নিষেধ। Design & Development By HosterCube