মাগুরা জেলা থেকে কিশোর কুমার দাস,
দেশব্যাপি বিএনপির অপপ্রচার গুজব এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বুধবার মাগুরায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১টায় মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখরের উপস্থিতিতে এবং জেলা আওয়ামীলীগ সভাপতি আফম আবদুল ফাত্তাহ ও সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুণ্ডুর নেতৃত্বে এ বিক্ষোভ মিছিলে জেলা সদরের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা অংশ নেন।