meherpurbarta
১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৯:০০ মিনিট
  1. anonymous
  2. general
  3. other
  4. uncategorized
  5. Главная
  6. অর্থনীতি
  7. আইন আদালত
  8. আন্তর্জাতিক
  9. এক্সক্লুসিভ
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. গনমাধ্যম
  13. ছোটদের পোস্ট
  14. জবস
  15. জাতীয়

বগুড়ায় জেলা প্রশাসকের সাথে জেলা ম্যারেজ রেজিস্ট্রারদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
meherpurbarta com
অক্টোবর ১১, ২০২২ ৩:১৯ অপরাহ্ণ

মাসুম বিল্লাহ, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়া জেলা প্রশাসক সম্মেলন কক্ষের করতোয়ায় অদ্যই ১১ই অক্টোবর-২২ইং তারিখে জেলা সুসলিম ম্যারেজ রেজিস্ট্রার কল্যাণ সমিতির আয়োজনে জেলা প্রশাসকের সাথে বাল্য বিবাহ নিরোধে কাজীদের করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা ও বৈধ কাজীর সনদ বিতরণ করা হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা ম্যারেজ রেজিস্ট্রার কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব কাজী মোঃ মাহমুদুর রহমান মামুন। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বাল্য বিবাহ রোধে কাজীদের করণীয় বিষয়ে মত বিনিময় করেন বগুড়া জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোঃ জিয়াউল হক।

এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা রেজিস্ট্রার মোঃ রফিকুল ইসলাম। প্রধান আলোচক হিসাবে ছিলেন পুলিশ লাইন্স স্কুল আ্যান্ড কলেজ বগুড়ার অধ্যক্ষ জনাব মোঃ শাহাদৎ আলম ঝুনু। বাংলাদেশ ম্যারেজ রেজিস্ট্রার কেন্দীয় সমিতির মহা-সচিব আলহাজ্ব কাজী মাও মোঃ ইকবাল হোঃ সম্মানিত অতিথি হিসাবে ছিলেন বগুড়া সদরের সাব রেজিস্ট্রার জনাব মোঃ মন্জুরুল ইসলাম । অনুষ্ঠানে বাল্য বিবাহ প্রতিরোধে কাজীদের ভুমিকা বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সমিতির জেলা সচিব ও পুলিশ লাইন্স স্কুল ত্যান্ড কলেজ, বগুড়ার সমাজ বিজ্ঞানের সহকারী অধ্যাপক আলহাজ্ব কাজী মুহঃ মুন্জুরুল হক। বগুড়া জেলার বিভিন্ন উপজেলার ৮০জন কাজী,স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ,সুধীজন,সাংবাদিকসহ কাজী নেতৃবৃন্দ ছিলেন।

উক্ত অনুষ্টানে কাজীদের পেশাগত জীবনের বিষয়ে আলোচনা উপস্থাপন করেন সমিতির সহ-সভাপতি ও শেরপুর শহিদীয়া আলিয়া কোমিল মাদ্রারাসার অধ্যক্ষ কাজী মাও মোঃ হাফিজুর রহমান। অনুষ্ঠানে জেলা প্রশাসক মহোদয় জেলায় কর্মরত সদ্য প্রয়াত ০২জন কাজী সাহেবের অসহায় পরিবারকে সমিতির পক্ষ থেকে আর্থিক অনুদান হিসাবে ১লক্ষ ৩৫ হাজার ৬শত নগদ অর্থ প্রদান করেন।

এছাড়া আরো বক্তব্য প্রদান করেন সমিতির কল্যাণ সম্পাদক ও শেরপুর শাহ বন্দেগী ইউনিয়নের চেয়ারম্যান কাজী মাওঃ আবুল কালাম আজাদ,সাংগঠনিক সম্পাদক কাজী মাওঃ আবুল বাশার মোঃ আইয়ুব,যুগ্ম সচিব,কাজী মাওঃ মোঃ শফিকুল ইসলাম,নির্বাহী সদস্য কাজী মাওঃ লুৎফর রহমান,নির্বাহী সদস্য কাজী মাওঃ আমজাদ হোসেন,কাজী মাওঃ লোকমান আলী(আদমদিঘী),কাজী মাওঃ খলিলুর রহমান ধুনট), কাজী মাওঃ আতিকুর রহমান(শেরপুর),কাজী মাওঃ মোঃ আলমগীর হোঃ(সীমাবাড়ী ইউপি),কাজী মাওঃমিজানূর রহমান(চোলুয়াবাড়ি),কাজী মাওঃ শামছুল হক,কাজী মাওঃ আব্দুর রহমান প্রধান(সোনাতলা),কাজী মাওঃ আব্দুল মান্নান(গাবতলী),কাজী মাওঃ মোঃ আব্দুর রহিম (মহিষাবান ইউপি),কাজী মাওঃ মোজাম্মেল হক(সদর),কাজী মাওঃ মতিউর রহমান,কাজী মাওঃ গোলাম ফারুক(ধুনট),কাজী মাওঃ আব্দুল হামিদ,কাজী মাওঃ আল-আমিন,কাজী মাওঃ নূরুল ইসলাম,কাজী মাওঃ জাহাঙ্গীর আলম,কাজী আব্দুল গফুর,কাজী আব্দুল হাই হেলালী প্রমূখ।

উক্ত অনুষ্ঠানে সদ্য প্রয়াত সোনাতলার মরহুম কাজী মাওঃ মোঃ হাবিবুর রহমান ও কামালপুর(সারিয়াকান্দী) এলাকার মরহুম কাজী আ.ন.ম আব্দুল মজিদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।

কাজীদের একজনের এলাকায় অন্যজন কাজীর অনুপ্রবেশ এবং সরকারী অনুমোদন ব্যতিত কোন লোক বিবাহ পরানো সম্পূর্ণ বেআইনী উল্লেখ করে প্রধান অতিথি সাহেব সকল কাজীকে এরূপ অনৈতিক কর্মকান্ড থেকে বিরত থাকতে আহবান জানান।

পরিশেষে সকল কাজী ও সুধীজনের সম্মানে জেলা ম্যারেজ রেজিস্ট্রার কল্যাণ সমিতির পক্ষ থেকে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।

সর্বশেষ সংবাদ - সারাদেশ

নিউজ বিনা অনুমতিতে- কপি করা নিষেধ। Design & Development By HosterCube