এসএম মাসুদ, কাপাসিয়া (গাজীপুর):
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৮টি দোকান। এতে অন্তত প্রায় ১০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। আজ মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুর পৌনে ৩ টার সময় উপজেলার কোঠামনি বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, দুপুর হওয়ায় বাজারের ব্যবসায়ীরা অন্যদিনের তুলনায় একটু আগে দোকান বন্ধ করে নিজ নিজ বাড়িতে চলে যান। বেলা পৌনে ৩টার দিকে কোঠামনি বাজারে বড় মসজিদ সংলগ্ন একটি চায়ের দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন দ্রুত পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। বাজারে থাকা উপস্থিত লোকজনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।
খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসার আগেই চা দোকান, ইলেকট্রনিকস, মুদির দোকান, স্টেশনারিজ দোকানসহ মোট আটটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে দোকানগুলোতে থাকা নগদ টাকা ও মূল্যবান মালামাল সব পুড়ে যায়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানানো হয়।
কাপাসিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, খবর পেয়ে কাপাসিয়া স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানান তিনি।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ এএফএম নাসিম জানান, বাজারে সর্টসার্কিটের কারণে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিভাতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় কোন প্রকার হতাহতের ঘটনা ঘটে নি বলে জানান তিনি। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডাইরি করা হয়েছে।