মেহেদী হাসান, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা সভাকক্ষে আয়োজিত সভায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন, পৌর মেয়র মাহমুদ আলম লিটন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমকতা ডা. মশিউর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রবিউল ইসলাম, উপজেলা প্রকৌশলী মিজানুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম, আনছার ভিডিপি কর্মকর্তা রিতা রায় প্রমুখ।
এসময় ইউপি চেয়ারম্যানগণ, পুলিশ, বিজিবি, আনছার সদস্য সহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। পরে সেখানে সকলের উপস্থিতিতে ভোক্তা অধিকার এবং সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।