তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
প্রতিমা বিসর্জন দিতে গিয়ে দিনাজপুরের বীরগঞ্জে ঢেপা নদীতে ধনঞ্জয় রায় (১৮) নামের এক তরুণের পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বিকেলে বীরগঞ্জ সুইসগেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ধনঞ্জয় পৌর শহরের ৭নং ওয়ার্ডের হরিবাসর পাড়ার মধু চন্দ্র রায়ের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার প্রতিমা নদীতে বিসর্জনের সময় তলিয়ে গিয়ে নিখোঁজ হয় ধনঞ্জয়। অনেক খোঁজাখুঁজি করেও না পাওয়ায় রংপুর থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল সন্ধ্যা ৭ টা ১৫ মিনিটে তার মরদেহ উদ্ধার করে।
পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর বনমালী রায় জানান, ঘটনাটি হৃদয় বিদারক। ধনঞ্জয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এছাড়া নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আইনী প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সম্পাদক ও প্রকাশক:
অফিস ঠিকানা:
ই-মেইল:
মোবাইল:
Design & Development By HosterCubeনিউজ বিনা অনুমতিতে- কপি করা নিষেধ। Design & Development By HosterCube