মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
“সময়ের অঙ্গিকার, কন্যা শিশুর অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালী বের করা হয়।
পরে সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রিয়াজ উদ্দিন এর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাফিউল ইসলাম,সমাজ সেবা কর্মকর্তা
আখতারুজ্জামান,সহকারী শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান,ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক অমরচাঁদ গুপ্ত অপু,সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স,ইউপি চেয়ারম্যান এনামুল হক,জনস্বাস্থ্য প্রকৌশলী সোহানুর রহমান,আনছার ভিডিপি কর্মকর্তা রিতা রায় প্রমুখ।