ফুলবাড়ীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন জাকজমক ভাবে উদযাপন।
মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে উৎসব মুখর পরিবেশে নানা কর্মসুচির মধ্যদিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন জাকজমক ভাবে উদযাপন করেছেন উপজেলা আওয়ামীলীগ।
এ উপলক্ষে বুধবার উপজেলা আওয়ামীলীগের আয়োজনে সকাল ৭টায় স্থানীয় দলিয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
বিকেল ৪টায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল এর নেতৃত্বে সরকারী কলেজ শহীদ মিনার চত্বর থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে বিকেল ৫টায় দলীয় কার্যালয়ে
আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো.মিজানুর রহমান।
এতে উপজেলা আওয়ামীলীর সাধারন সম্পাদক মুশফিকুর রহমান বাবুল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আতাউর রহমান মিল্টন,উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যগ্ম সাধারন সম্পাদক মঞ্জু রায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার প্রমুখ। পরে সেখানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সন্ধা সাড়ে ৬টায় দলীয় কার্যালয়ে
কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করা হয়। সুবিধা জনক সময়ে মসজিদে দোয়া মাহফিল উপাসনালয়ে প্রার্থনা করা হয় এবং
দুস্থ্যদের মাঝে উন্নত খাবার বিতরন করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ,মহিলালীগ সহ আওয়ামীলীগের অন্যন্য অঙ্গসহোযোগি সংগঠনের
নেতৃবৃন্দরা অংশ গ্রহন করেন।