
ফুলবাড়ীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন
মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর)প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসন ও বেসরকারি সংস্থা রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব) এর আয়োজনে পৃথক পৃথক ভাবে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রিয়াজ উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মানিক রতন,ইউপি চেয়ারম্যান মো.সাইফুল ইসলাম,ইউপি চেয়ারম্যান মাওলানা নবীউল ইসলাম,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আশ্রাফুল ইসলাম,সমাজ সেবা কর্মকর্তা মো.আখতারুজ্জামান,জনস্বাস্থ্য প্রকৌশলী মো.সোহানুর রহমান,ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স,বেসরকারি সংস্থা রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব) এর ফুলবাড়ী তথ্য অধিকার গ্রুপের সভাপতি সহকারী অধ্যাপক এস এম আবদুল্লাহ আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সহ উদ্ব্যোক্তা,সরকারী কর্মকর্তা ও সাংবাদিকগণ।
শেষে বেসরকারি সংস্থা রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব) এর ফুলবাড়ী তথ্য অধিকার গ্রুপের আয়োজনে উপজেলা পরিষদ থেকে
এক বর্ণাঢ্য শোভা যাত্রা বের করা হয়।