ফুলবাড়ীতে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত।
মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১টায় ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা’র কক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নিরু সামসুন্নাহার, মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মন্ডল, উপজেলা শিক্ষা কর্মকর্তা হাসিনা ভূইয়া,ইউপি চেয়ারম্যান উপাধক্ষ্য শাহ আব্দুল কুদ্দুস, ইউপি চেয়ারম্যান এনামুল হক, ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম,ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স প্রমুখ।
সভায় বক্তারা নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ,বাল্য বিবাহ, ইভটিজিং যৌন হয়রানী প্রতিরোধ করা সহ এর বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার আহবান জানান।