দাকোপ প্রতিনিধিঃ
দাকোপ উপজেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলার বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি বিশিষ্ট শিক্ষনুরাগী ও বিদুৎসায়ী ব্যক্তিত্ব অচিন্ত সাহা।এর পর তারা জেলা পর্যায়ে প্রতিযোগিতা করবেন।এ বিষয়ে এসএমসির সভাপতি অচিন্ত্য সাহা বলেন আমাদের প্রজন্মকে শুশিক্ষায় শিক্ষিত করতে হলে ক্লাশ মনিটেরিং অভিভাবক, শিক্ষক মন্ডলী এবং ভৌত ব্যবস্পহাপণা (এসএমসি)কমিটির নিরলস প্ররিশ্রম ও ক্লাশ। শিক্ষানুরাগী ব্যক্তিদেরকে শিক্ষার সাথে সম্পৃক্ত করতে হবে।বিদ্যালয়ে লেখাপড়ার সুষ্ঠ পরিবেশ বজায় রাখতে হবে।শিশুদের যথাযত বাড়তি যত্ন নিতে হবে।মনে রাখতে হবে আজকের শিশু আগামী দিনের ভবিষৎ।
অচিন্ত্য সাহা আরো বলেন,বাজুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সকলের সম্মিলিত প্রচেষ্টায়, আগামীতে শিক্ষার মান আরো ভালো হবে বলে আমি বিশ্বস করি।