বিরামপুর (দিনাজপুর)প্রতিনিধিঃ
দিনাজপুরের বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নের ডোমাবাগা গ্রামে বর্ষাকালে পানি বন্দি হয়ে থাকে ফসলের মাঠ। নানা সমস্যায় পরেন কৃষক, পানি বন্দির কারণে হয় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি।
২২ ই সেপ্টেম্বর (বৃহস্পতিবার) স্থানীয় বাসিন্দাদের সুবিধার্থে একটি ছোট কালভার্ট নির্মাণ কাজ শুরু করেন। ৪ নং দিওড় ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল। ফসলের ব্যাপক ক্ষতির হাত থেকে রক্ষা করতে রাস্তা কেটে পানি নিষ্কাশন করার জন্য কালর্ভাট নির্মাণ করছেন তিনি।
ইউনিয়নের ডোমাবাগা গ্রামের রাস্তা উন্নয়ন সহায়তা তহবিল (এল,জি,এস,পি) থেকে কালর্ভাট নির্মাণের কাজ করছেন ইউপি চেয়ারম্যান মালেক মন্ডল।
গ্রামবাসীরা বলেন, কালভার্টটি নির্মাণের কাজ করায় আমরা অনেকটা আনন্দিত। চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল বলেন, আমিও আনন্দিত এজন্য যে আমি গ্রামবাসীদের জন্য কিছু করতে এবং তাদের সুখে দুঃখে তাদের পাশে দাঁড়াতে পারছি।
সম্পাদক ও প্রকাশক:
অফিস ঠিকানা:
ই-মেইল:
মোবাইল:
Design & Development By HosterCubeনিউজ বিনা অনুমতিতে- কপি করা নিষেধ। Design & Development By HosterCube