সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভুরম্নঙ্গামারীর নেহাল উদ্দিন উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও যথাসময়ে পরীক্ষা শেষের দাবীতে এসএসসি পরীক্ষার্থীরা মানববন্ধন করেছে। বৃহষ্পতিবার সকাল ১১ টায় কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি শিক্ষার্থী জাকিউল ইসলাম, মাহিন হাবীব, রাফিউল ইসলাম।
বক্তারা বলেন, পরীক্ষায় কোন প্রশ্ন ফাঁস হবেনা বলে শিক্ষামন্তী কথা দিয়েছিলেন, কিন্তু কার গাফিলতি ও দুর্নীতির কারণে ভুরম্নঙ্গামারীতে প্রশ্ন ফাঁস হলো তা দ্রুত খুঁজে বের করতে হবে। শোনা যায় সেখানে সবজির দামে প্রশ্ন পাওয়া গেছে। প্রশাসন ও আইন শৃংখলা বাহিনীর চরম ব্যর্থতার কারণে এই প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে। করোনা ও বন্যার পর প্রশ্ন ফাঁসের পর শিক্ষার্থী ও অভিভাবকদের শঙ্কা দূর করতে তারা ১ অক্টোবরের মধ্যে স্থগিত পরীক্ষা অনুষ্ঠানের দাবী জানান সাধারণ পরিক্ষার্থীরা।