ডিসেম্বরে মুক্তি পাবে ‘বীরাঙ্গনা ৭১’ মুক্তিযুদ্ধের ছবি
মুক্তিযুদ্ধের গল্প নিয়ে নির্মিত ‘বীরাঙ্গনা ৭১’ চলচ্চিত্রে একসঙ্গে অভিনয় করছেন শাহেদ শরীফ খান ও চিত্রনায়িকা শিরীন শিলা। এটি নির্মাণ করছেন এম সাখাওয়াৎ হোসেন।
আনকাট সেন্সর সার্টিফিকেট পেয়েছে মুক্তিযুদ্ধের ছবি ‘বীরাঙ্গনা৭১’। এস এস ফিল্ম ইন্টারন্যাশনাল এর ব্যানারে নির্মিত মুক্তি যুদ্ধের চলচ্চিত্র ‘বীরাঙ্গনা ৭১’। ছবিটি পরিচালনা করেছেন পরিচালক এম সাখাওয়াত হোসেন। ছবিটি প্রযোজনা করেছেন শহীদুল ইসলাম শহীদ।
এই ছবিতে অভিনয় করেছেন, সাহেদ শরীফ, শিরীন শিলা, সুমনা ইসলাম সোমা, ইমতু রাতিশ ও মৌরী মাহাদী,ফজলুর রহমান বাবু, ঝুনা চৌধুরী, মুনমুন আহমেদ, বরদা মিঠু, প্রাণ রায়, আশরাফ কবির সহ আরো অনেকে।
ছবির প্রযোজক জানান, আগামী ডিসেম্বর মাসে চলচ্চিত্রটি মুক্তি পাবে। মুক্তিযুদ্ধের ছবি তাই বিজয়ের মাসেই মুক্তি দেওয়ার প্রস্তুতি নিচ্ছি। তিনি ‘বীরাঙ্গনা৭১’ চলচ্চিত্রকে আনকাট সেন্সর দেওয়ার ফিল্ম সেন্সর বোর্ডকে ধন্যবাদ জানান। বলেন, আমি সব সময় চেষ্টা করি সৃজনশীল ছবি প্রযোজনা করতে।